Studypress News
জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে শেখ হাসিনা
23 Apr 2016

জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ প্যানেল ঘোষণা করেন (২১/০৪/২০১৬)।
১০টি দেশের রাষ্ট্র প্রধানদের নিয়ে প্যানেলটি গঠিত হয়েছে। সদস্য ছাড়াও প্যানেল দুজন বিশেষ উপদেষ্টাও রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া প্যানেলের অপর সদস্যরা হলেন, মৌরিতাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব, মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিতো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট হানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসউর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমন। বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হ্যান সিউং-সু এবং পেরুর পরিবেশ প্রতিমন্ত্রী ম্যানুলে পালগার-ভিদাল। গত বছর জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই প্যানেল গঠিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ বাস্তবায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ প্যানেল গঠন করা হয়েছে। এসডিজি-৬-এর মূল লক্ষ্য হচ্ছে, সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।
Important News

Highlight of the week
