Studypress News
লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬: বর্ষসেরা ক্রীড়াবিদ জোকোভিচ ও সেরেনা
22 Apr 2016

ঘোষণা করা হয়েছে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড-২০১৬ (Laureus Sports Award)। খেলাধুলার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার স্পোর্টস অস্কার নামে পরিচিত।
সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ ২০১৬ সালের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন যুক্তরাজ্যের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সেরেনা এর আগে ২০০৩ ও ২০১০ সালে এই পুরস্কার জিতেছিলেন। আর জোকোভিচ জিতেছিলেন ২০১২ ও ২০১৫ সালে।
Important News

Highlight of the week
