Studypress News

অলিম্পিক ২০১৬ এর মশাল যাত্রা শুরু

22 Apr 2016

দক্ষিণ গ্রিসে গতকাল (বৃহস্পতিবার) প্রজ্জ্বলন করা হয়েছে এ বছরের অলিম্পিক গেমসের মশাল। প্রজ্জ্বলিত এই মশাল বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আগস্ট মাসের পাঁচ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিইরোতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছবে।

মশালটি জ্বালান তারকা ক্যাটেরিনা লিহু। এরপর তিনি মশালটি তুলে দেন গ্রিসের বিশ্ব জিমন্যাস্টিক চ্যাম্পিয়ান এলেফথেরিও পেত্রুনিয়াসের হাতে। তিনিই প্রথম এই মশালটি বহন করবেন। এরপর এটি প্রদক্ষিণ করবে বিশ্বের বিভিন্ন দেশ এবং ব্রাজিলে পৌঁছবে ৩ মে। বিভিন্ন দেশে এই মশাল বহন করবেন ১২ হাজার মানুষ।  ব্রাজিলের শতশত শহর ও গ্রাম ঘুরে এই মশাল ৫ই অগাস্ট পৌঁছবে রিও-র মারাকানা স্টেডিয়ামে। অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের এই প্রথা চালু হয়েছিল ৮০ বছর আগে বার্লিন গেমসের সময়।