Studypress News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব স্থাপন

15 Sep 2015

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে কম্পিউটার ল্যাব সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স স্থাপন করা হয়েছে ।ল্যাবটি তৈরিতে ব্যয় হয়েছে ৮১ লাখ ৫৪ হাজার টাকা। এটিতে প্রয়োজনীয় সফটওয়্যারসহ ৩০টি কম্পিউটারসহ আরও অনেক কিছু রয়েছে। এরইমধ্যে এ ল্যাবের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এ ল্যাবটি বাংলাদেশ সরকারের অর্থে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানা গেছে তবে এর সংরক্ষণ ও অন্যান্য পরিচলন ব্যয়ের সংস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরাই কেবল উপকৃত হবে না বরং এ বিশ্ববিদ্যালয়ের বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গও ল্যাবটি ব্যবহার করতে পারবেন।