Studypress News

ইস্তাম্বুলে শেষ হলো ওআইসির ১৩তম শীর্ষ সম্মেলন

19 Apr 2016

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র (Organisation of Islamic Cooperation) ১৩তম শীর্ষ সম্মেলন গত শুক্রবার ইস্তাম্বুলে একটি বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে শেষ হয়েছে।  তবে সংগঠনটির কিছু কিছু সদস্য দেশের বিরোধিতার কারণে বিবৃতিটি পড়ে শুনানো হয়নি।

সমাপনী অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। তিনি বলেন, ওআইসি ফিলিস্তিনিদের পাশে থাকবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দেবে। এ সম্মেলনের মাধ্যমে ওআইসি'র সভাপতির দায়িত্ব তিন বছরের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করা হয়।  গত মেয়াদে মিশর ছিল এ সংস্থার সভাপতি। মুসলিম বিশ্বে জনগণের স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালে প্রতষ্ঠিত হয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। তিন বছর পরপর এ সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওআইসির সদস্য সংখ্যা ৫৭টি।