Studypress News
ইকুয়েডরে ভূমিকম্প: ৪০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা
19 Apr 2016

ইকুয়েডরের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ইকুয়েডর সরকার জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে। তাদের উদ্ধার করাই সরকারের অগ্রাধিকার। ইকুয়েডরে গত সাত দশকের মধ্যে শনিবারের ভূমিকম্পকে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। ভূমিকম্পের পর পুনর্নির্মাণকাজে কোটি কোটি ডলার খরচ হবে বলে জানান তিনি।
(সূত্র: বিবিসি)
Important News

Highlight of the week
