Studypress News
শিগগিরই ৩৪তম বিসিএসের নিয়োগ
19 Apr 2016
দীর্ঘ অপেক্ষার পর নিয়োগ পেতে যাচ্ছেন ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। শিগগিরই তাঁদের নিয়োগের গেজেট জারি হবে। যোগ দিয়েই তাঁরা একটি বার্ষিক বেতন প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) পাবেন।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব প্রথম শ্রেণির চাকরির শুরুতে বেতন হবে নবম গ্রেডে। তবে ক্যাডার কর্মকর্তা এবং প্রথম শ্রেণিতে সরাসরি নিয়োগপ্রাপ্তদের একটি বার্ষিক প্রবৃদ্ধি দিয়ে বেতন নির্ধারণ করা হবে। গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পরে সংখ্যাটি কিছু বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৭৫ জন।