Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১৮ এপ্রিল ২০১৬

18 Apr 2016

১। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ১৮৯তম সদস্য কোনটি?

ক) সেনেগাল খ) চাদ গ) নাউরু ঘ) কোনটি নয়

২। মুজিবনগর দিবস কবে?

ক) ১৫ এপ্রিল খ) ১৬ এপ্রিল গ) ১৭ এপ্রিল ঘ) ১৮ এপ্রিল

৩) সম্প্রতি কোন দেশ নাম বদলে ফেলার ঘোষণা দেয় ?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৪) চেকিয়া কোন দেশের নতুন নাম?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৫। সম্প্রতি ইকুয়েডরে কত মাত্রার ভূমিকম্প হয়েছে?

ক) ৭.৫ খ)৭.৬ গ)৭.৭ ঘ) ৭.৮

৬। বাংলাদেশের ইন্টারনেট গ্রাহক কত কোটি ছাড়িয়েছে?

ক) ৫ কোটি খ) ৬ কোটি গ) ৭ কোটি ঘ) ৪ কোটি

৭। খাদিজা ইসমাইলোভা কোন দেশের সাংবাদিক?

ক) আফগানিস্তান খ) আজারবাইজান গ) পাকিস্তান ঘ) বসনিয়া

৮।  খাদিজা ইসমাইলোভাকে মুক্ত সাংবাদিকতা পুরস্কার দেয় কোনটি?

ক) ইউনেস্কো খ) জাতিসংঘ গ) ইউএনডিপি ঘ) ইউনিসেফ

৯। বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস কবে?

ক) ২ মে খ) ৩ মে গ) ৪ মে ঘ) ৫ মে

১০। ফাউন্ডার্স অ্যাওয়ার্ড-২০১৬ কে পেয়েছেন?

ক) মাদার তেরেসা খ) নেলসন ম্যান্ডেলা গ) বারাক ওবামা ঘ) নরেন্দ্র মোদি

১১। কার লেখা গল্প চুরির অভিযোগে বৃহন্নলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়?

ক) আব্দুল মান্নান সৈয়দ খ) হুমায়ূন আহমেদ গ) সৈয়দ মুস্তাফা সিরাজ ঘ) আবুল বাশার

১২। বৃহন্নলা চলচ্চিত্রটি কোন গল্প অবলম্বনে তৈরি করা হয়?

ক) গাছটি বলেছিল খ) অয়োময় গ) বৃহন্নলা ঘ) কোনটি নয়

১৩। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোনটি?

ক) নেকাব্বরের মহাপ্রয়ান খ) বৃহন্নলা গ) মেঘমল্লার ঘ) কোনটি নয়

১৪। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক) ইরাক খ) ইরান গ) আরব আমিরাত ঘ) সৌদি আরব

১৫। ওপেকের সদস্য কয়টি দেশ?

ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩

………………………………………………………………………………………………………………………………

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন www.studypress.org তে। ৫০টি মডেল টেস্ট মাত্র ২০০ টাকায়। এখনই Log in করুন এবং মডেল টেস্ট দিন।

……………………………………………………………………………………………………………………………….

কুইজের উত্তর:

১। গ ২। গ ৩। ক ৪। ক ৫। ঘ ৬। খ ৭। খ ৮। ক ৯। খ ১০। ক ১১। গ ১২। ক ১৩। ক ১৪। ঘ ১৫। ১৩