Studypress News

সিদ্ধান্ত ছাড়াই কাতারে শেষ হলো ওপেক (OPEC) শীর্ষ সম্মেলন

18 Apr 2016

কোনো ধরণের সিদ্ধান্ত ছাড়াই কাতারে শেষ হলো ওপেক (Organization of the Petroleum Exporting Countries :OPEC) শীর্ষ সম্মেলন। আন্তর্জাতিক তেলের বাজারে এরইমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার দিনের শুরুতেই বিভিন্ন দেশে তেলের দাম আরো কমেছে । তবে বেড়েছে সরবররাহ।

ইরান কোনো প্রতিনিধি পাঠায়নি সম্মেলনে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেলের উৎপাদন বাড়িয়ে দেয় দেশটি। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, ইরানসহ ওপেকভুক্ত অন্যান্য দেশ যদি তেল উৎপাদন কমিয়ে আনার বিষয়ে একমত হয়, তাহলে সৌদি আরবও তেলের উৎপাদন কমাবে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার হওয়ায় তারা তেল উৎপাদন বাড়ানোর বিষয়টি অব্যাহত রাখবে।

বর্তমানে ওপেকের সদস্য ১৩টি দেশ – ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব।