Studypress News
বৃহন্নলার পরিবর্তে সেরা চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়ান
18 Apr 2016

গল্প ‘চুরির’ অভিযোগে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের পর ওই তিন ক্যাটাগরিতে নতুন করে বিজয়ীদের নাম ঘোষণা করেছে সরকার। ২০১৪ সালের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পাচ্ছে মাসুদ পথিক প্রযোজিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য আখতারুজ্জামান ইলিয়াস ‘সেরা কাহিনিকার’ এবং একই সিনেমার জন্য জাহিদুর রহিম অঞ্জন ‘সেরা সংলাপ রচয়িতা’র জাতীয় পুরস্কার পাচ্ছেন।
Important News

Highlight of the week
