Studypress News
ফাউন্ডারস অ্যাওয়ার্ড-২০১৬ পেলেন মাদার তেরেসা
18 Apr 2016
যুক্তরাজ্যের সম্মানজনক মরণোত্তর 'ফাউন্ডারস অ্যাওয়ার্ড' (Founders Award) পেলেন কলকাতার মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মানবতাবাদী মাদার তেরেসা। তার পক্ষে গত ৮ এপ্রিল পুরস্কার গ্রহণ করেন তার একমাত্র জীবিত আত্মীয় নাতনি আজি বোজাজিয়ু (৭২)। এ জন্য ইতালি থেকে লন্ডনে উড়ে আসেন তিনি। লন্ডনে ষষ্ঠ এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।