Studypress News

ইউনেস্কো বিশ্ব মুক্ত সাংবাদিকতা পুরস্কার পেলেন খাদিজা ইসমাইলোভা

18 Apr 2016

আজারবাইজানের অনুসন্ধানী সাংবাদিক খাদিজা ইসমাইলোভা ২০১৬ সালের ইউনেস্কো বিশ্ব মুক্ত সাংবাদিকতা পুরস্কার  (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) জিতেছেন। কঠিন পরিস্থিতিতেও মুক্ত সাংবাদিকতার জন্য তাঁকে বেছে নেয়া হয়। ফিনল্যান্ডে আগামী ৩ মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসে খাদিজা ইসমাইলোভাকে পুরস্কার দেয়া হবে।