Studypress News
IMF ও WORLD BANK এর ১৮৯তম সদস্য নাউরু প্রজাতন্ত্র
18 Apr 2016
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (INTERNATIONAL MONETARY FUND: IMF) এবং বিশ্বব্যাংকের ১৮৯তম সদস্য হয়েছে নাউরু প্রজাতন্ত্র।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নাউরু। আইএমএফে যোগদানের ফলে নাউরু আর্থিক সমর্থন , প্রযুক্তিগত সহায়তা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা পাবে। এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই।