Studypress News
নেপালের পথ চলা শুরু নতুন সংবিধানে
20 Sep 2015

২০১৫ সালের ২০ সেপ্টেম্বর নেপালের প্রেসিডেন্ট রাম বরন যাদব দেশটির নতুন সংবিধানে অনুমোদন দিয়েছেন।এ সংবিধানের ফলে নেপাল সাতটি প্রদেশে ভাগ হয়ে যাবে।নতুন সংবিধান অনুযায়ী ‘বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র’ বলে পরিচিত নেপাল একটি ধর্ম নিরপেক্ষ ফেডারেল রিপাবলিক হিসেবে পরিচিত হবে।
নতুন সংবিধানে যা যা থাকছে:
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা
প্রাচীন যুগ থেকে প্রচলিত ধর্ম ও সংস্কৃতির সুরক্ষা
ধর্মান্তরকরণ নিষিদ্ধ ,ধর্মীয় ও লৈঙ্গিক সংখ্যালঘুদের প্রতি বৈষম্য নিষিদ্ধ
সমকামী, উভকামী ও তৃতীয় লিঙ্গের সুরক্ষা (এশিয়ার মধ্যে প্রথম)
জাতীয় ফুল রডোডেনড্রন, জাতীয় পশু গরু
Important News

Highlight of the week
