Studypress News

বদলে ফেলা হচ্ছে চেক প্রজাতন্ত্রের নাম, নতুন নাম চেকিয়া

17 Apr 2016

বদলে ফেলা হচ্ছে মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম । নতুন নাম হবে চেকিয়া। ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া।

ব্যবসা কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লিখতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে। সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই দেশের সংসদে অনুমোদিত হয়েছে। নতুন নামের ব্যাপারে জানানো হবে জাতিসংঘকেও। ১৯৯১ সালে তদানীন্তন চেকস্লোভেকিয়া ভেঙে দুটি দেশ হয় – স্লোভেকিয়া এবং চেক প্রজাতন্ত্র।