Studypress News
বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ
13 Apr 2016
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
আর সম্প্রতি সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, সাময়িক হিসাবে চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। ফলে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে প্রবৃদ্ধির হিসাবে বড় ধরনের ব্যবধান রয়েই গেল।
সম্প্রতি বিশ্বব্যাংক ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০১৬’ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস, অর্থনীতির চ্যালেঞ্জ ও ঝুঁকিসহ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোনো সন্তোষজনক সংকেত নেই। অবকাঠামো দুর্বলতা, গ্যাস-সংকট, ব্যবসার উচ্চ ব্যয় এবং নীতি সহায়তার অনিশ্চয়তায় বিনিয়োগ আস্থার অভাব রয়েছে। এ অবস্থায় তাই জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে না বলে মনে করে বহুজাতিক এই দাতা সংস্থা।
বিশ্বব্যাংক এও বলেছে, বর্তমানে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে। তবে সামগ্রিক অর্থনীতির জন্য রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক অভিঘাতের প্রধান তিনটি ঝুঁকি রয়েছে।
বিশ্বব্যাংকের মতে, সরকারি-বেসরকারি বিনিয়োগ, অবকাঠামো খাতের উন্নয়ন ও আর্থিক খাতে সুশাসন বাড়ানো গেলে আগামী অর্থবছরে (২০১৬-১৭) জিডিপির প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।