Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ১২ এপ্রিল ২০১৬
11 Apr 2016
১। বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড কত?
ক) ৬ হাজার ৩৪৮ মেগাওয়াট খ) ৭ হাজার ৩৪৮ মেগাওয়াট গ) ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ঘ) ৯ হাজার ৩৪৮ মেগাওয়াট
২।লোহিত সাগরে সেতু তৈরি করবে কোন দুটি দেশ?
ক) সৌদি আরব ও মিসর খ) ইরান ও মিসর গ) মিসর ও ইরাক ঘ) কোনটি না
৩। কোন দেশের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হয়েছে?
ক) ইংল্যান্ডে খ) বাংলাদেশে গ) ভারতে ঘ) দক্ষিণ আফ্রিকায়
৪। The World Wildlife Fund এর মতে বিশ্বে বাঘের সংখ্যা কত?
ক) ৩৬০০ গ) ৩৫০০ গ) ৩৯০০ ঘ) ৩৮০০
৫। কত সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে চায় সংরক্ষণবাদীরা?
ক) ২০২০ খ) ২০২৫ গ) ২০৩০ ঘ) ২০৩৫
৬। ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দেশ?
ক) ব্রাজিল খ) আর্জেন্টিনা গ) বেলজিয়াম ঘ) জার্মানি
৭। ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম
৮। বিশ্বের সবচেয়ে ঘাতক ব্যাধির তালিকায় ডায়াবেটিসের অবস্থান কততম?
ক) ষষ্ঠ খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম
৯। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে কত মাত্রার ছিল?
ক) ৬.৩ খ) ৬.৪ গ) ৬.৫ ঘ) ৬.৬
১০। জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) কানাডা খ) ফ্রান্স গ) জার্মানি ঘ) জাপান
উ: ১। ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ২। সৌদি আরব ও মিসর ৩। ইংল্যান্ডে ৪। ৩৯০০ ৫। ২০২০ ৬। আর্জেন্টিনা ৭। ১৭৭তম ৮। অষ্টম ৯। ৬.৬ ১০। জাপান