Studypress News
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন ম্যাচ
11 Apr 2016
ক্রিকেটের প্রায় দেড় শ বছরের ঐতিহ্য ভেঙ্গে পরীক্ষামূলকভাবে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে টসবিহীন ম্যাচ আয়োজন করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। টস ছাড়াই গতকাল (রবিবার ১০ এপ্রিল, ২০১৬) কাউন্টিতে পাঁচটি ম্যাচ শুরু হয়েছে। টসবিহীন ক্রিকেটের নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে দল টস ছাড়াই প্রথমে ফিল্ডিংয়ের সুবিধা নিতে পারবে। তবে, অ্যাওয়ে দল যদি ব্যাটিং নিতে চায়, তখন টস হবে। ক্রিকেটের জন্মভূমি ও আইনপ্রণেতা এমসিসির দেশ থেকেই শুরু হলো টস-বিহীন প্রথম শ্রেণির ক্রিকেট। আগামী এক বছরের জন্য কাউন্টিতে এই ব্যবস্থা চালু থাকবে।
সূত্র: এএফপি।