Studypress News

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন ম্যাচ

11 Apr 2016

ক্রিকেটের প্রায় দেড় শ বছরের ঐতিহ্য ভেঙ্গে পরীক্ষামূলকভাবে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে টসবিহীন ম্যাচ আয়োজন করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। টস ছাড়াই গতকাল (রবিবার ১০ এপ্রিল, ২০১৬) কাউন্টিতে পাঁচটি ম্যাচ শুরু হয়েছে। ​টসবিহীন ক্রিকেটের নিয়ম অনুযায়ী, অ্যাওয়ে দল টস ছাড়াই প্রথমে ফিল্ডিংয়ের সুবিধা নিতে পারবে। তবে, অ্যাওয়ে দল যদি ব্যাটিং নিতে চায়, তখন টস হবে। ক্রিকেটের জন্মভূমি ও আইনপ্রণেতা এমসিসির দেশ থেকেই শুরু হলো টস-বিহীন প্রথম শ্রেণির ক্রিকেট। আগামী এক বছরের জন্য কাউন্টিতে এই ব্যবস্থা চালু থাকবে।

সূত্র: এএফপি।