Studypress News
আবারো গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস
22 Sep 2015
গ্রিসে বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপরাসের নতুন সরকার ২২ সেপ্টেম্বর ২০১৫ তে শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভা দেশের দুর্বল অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তোলার অঙ্গীকার করেন। সিপরাস ঋণদাতাদের বার্তা দিতে যে টিমটি ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পুনরুদ্ধার প্যাকেজ পেতে আলোচনা চালিয়েছিল, সেটিই রেখেছেন। তবে নতুন প্রশাসনকে বর্ধমান অভিবাসী সংকটও মোকাবেলা করতে হবে। এর আগে ২১ সেপ্টেম্বর ২০১৫ তে অ্যালেক্সিস সিপরাস টানা দ্বিতীয়বারের মতো গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপাস প্যাভলোপিলোস সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হিসেবে সিপরাসকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সিপরাস তার মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেন। মধ্যবর্তী নির্বাচনে সিরিজা পার্টি জয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।সরকার গঠনে গতবারের মতো এবারও ডানপন্থী দল ইনডিপেনডেন্ট গ্রিকস পার্টির সঙ্গে জোট করতে হয়েছে। গ্রিসের ঋণ-সংকটের বিষয়টি হবে নতুন সরকারের মূল কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন, জনগণ আবারও সিরিজা পার্টিকে ভোট দিয়ে মূলত আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ নিয়ে গুরুতর ঋণ-সংকট মোকাবেলার সুযোগ করে দিল সিপরাসকে। সময়মতো বিদেশী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ বছরের মাঝামাঝি গ্রিসের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। এর জের এখনও অব্যাহত রয়েছে।