Studypress News
বিশ্বে বাঘের সংখ্যা প্রায় ৩৯০০
11 Apr 2016
গ্লোবাল টাইগার ফোরাম ও সংরক্ষণবাদীদের সংস্থা ডব্লিউ ডব্লিউ এফের (The World Wildlife Fund: WWF) মতে এই প্রথমবারের মতো প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে। সংস্থা দুটির খতিয়ান অনুসারে বিশ্বব্যাপী নানা ধরনের তিন হাজার নয়শোর মতো বাঘ রয়েছে। এই সংখ্যা ছয় বছর আগের এক হিসেব থেকে সাতশো বেশি। সংরক্ষণবাদীরা ২০২০ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ব্যাপারে প্রচারণা চালাচ্ছে।
(সূত্র: বিবিসি)