Studypress News
প্রথম কোনো মার্কিন মন্ত্রী হিসেবে হিরোশিমায় জন কেরি
11 Apr 2016
একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলে জাপানের শহরটিকে ধ্বংস করার পর জন কেরিই সর্বোচ্চ কোনো মার্কিন নেতা যিনি প্রথমবার হিরোশিমা সফর করলেন। হিরোশিমায় এখন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সন্ত্রাসবাদ, মধ্যপ্রাচ্য সংকট এবং অভিবাসী সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিশ্বে পরমাণু অস্ত্র কমিয়ে আনার লক্ষ্যে জাপান হিরোশিমার প্রতীককে এই সম্মেলনে ব্যবহার করতে চাইছে। আগামী ২৬ ও ২৭ মে মাসে জাপানে অনুষ্ঠিত হবে জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন। জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলো হল: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন।