Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৬ এপ্রিল ২০১৬
06 Apr 2016

১। পানামা পেপারস কেলেংকারিতে পদত্যাগ করেছেন কোন দেশের প্রধানমন্ত্রী?
ক) যুক্তরাজ্য খ) রাশিয়া গ) আইসল্যান্ড ঘ) মালয়েশিয়া
২। এ যাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলা হচ্ছে কোনটিকে?
ক) পানামা পেপারস খ) উইকিলিকস গ) উভয়টি ঘ) কোনটি না
৩। সম্প্রতি কোন দেশের উপগ্রহ মহাকাশে হারিয়েছে?
ক) জাপান খ) উত্তর কোরিয়া গ) ভারত ঘ) যুক্তরাষ্ট্র
৪। প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে কোন দেশের বিজ্ঞানীরা?
ক) রাশিয়া খ) যুক্তরাজ্য গ) জাপান ঘ) যুক্তরাষ্ট্র
৫। কোন মানবাধিকার সংস্থার মতে আর্সেনিকের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ?
ক) হিউম্যান রাইটস ওয়াচ খ) অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল গ) জাতীয় মানবাধিকার কমিশন ঘ) কোনটি না
৬। ঢাকার মূদ্রণশিল্প কোথায় স্থানান্তর হচ্ছে?
ক) মুন্সিগঞ্জে খ) ময়মনসিংহে গ) গাজীপুরে ঘ) টাঙ্গাইলে
৭। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কোথায় নির্মাণ করা হচ্ছে?
ক) চট্টগ্রামে খ) গাজীপুরে গ) সিলেটে ঘ) ঢাকায়
৮। বাংলাদেশের কোন নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে?
ক) শীতলক্ষা নদীতে খ) বুড়িগঙ্গা নদীতে গ) সুরমা নদীতে ঘ)শ্যালা নদীতে
৯। বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপন করা হবে?
ক) মহেশখালীতে খ) বিক্রমপুরে গ) সাভারে ঘ) চট্টগ্রামে
১০। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে?
ক) ২০১৮ সালে খ) ২০১৯ সালে গ) ২০১৭ সালে ঘ) ২০২০ সালে
উ: ১) আইসল্যান্ড ২) পানামা পেপারস ৩) জাপান ৪) জাপান ৫) হিউম্যান রাইটস ওয়াচ ৬) মুন্সিগঞ্জে ৭) ঢাকায় ৮) শ্যালা নদীতে ৯) মহেশখালীতে ১০) ২০২০ সালে
Important News

Highlight of the week
