Studypress News

মহাকাশে উপগ্রহ হারালো জাপান

06 Apr 2016

জাপান মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) জানিয়েছে গত ফেব্রুয়ারিতে মহাকাশের  ব্ল্যাকহোল বা  কৃষ্ণগহ্বরে উঁকি দিতে যে উপগ্রহটি পাঠানো হয়েছিল তা হারিয়ে গেছে। জাক্সার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে গত ২৬ মার্চ থেকে উপগ্রহটির সঙ্গে কোন যোগাযোগ হচ্ছে না।

জাক্সার বার্তায় বলা হয়, এস্ট্রো-এইচ বা হিতামি (জাপানি ভাষায় চোখ) উপগ্রহটি সম্ভবত ভেঙে গেছে। গত ফেব্রুয়ারিতে স্থানীয় সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে তানেগাশিমা মহাকাশ স্টেশন থেকে ২ দশমিক ৭ টনের এস্ট্রো-এইচ নামে এই রকেটটি ছেড়ে যায়। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাকাসুকা এর উদ্ভাবক। তিনশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রকেটটি তৈরি করা হয়েছিল। মহাকাশ তরঙ্গ পর্যবেক্ষণ ও তার সদৃশ চিত্র আনতে উপগ্রহটি পাঠানো হয়েছিল।