Studypress News
প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া আবিষ্কার
06 Apr 2016

জাপানের বিজ্ঞানীরা নতুন একটি প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন যেগুলো প্লাস্টিক খেয়ে ফেলতে পারে। এই ব্যাকটেরিয়া বিশ্বে ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ সমস্যার সমাধান করতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যাকটেরিয়াটির নাম ‘ইডেওনেলা সাকায়েনসিস’।
এই ব্যাকটেরিয়া বহুল ব্যবহৃত প্লাস্টিক পলিইথিলিন টেরেপথালেট (পিইটি) পুরোপুরি ভেঙে ফেলতে পারে। পানি ও কোমল পানীয়ের বোতল তৈরির জন্য পিইটি ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াটি দুটি এনজাইম ব্যবহার করে পিইটি ভেঙে ফেলতে পারে।
(সূত্র: সিএনএন)
Important News

Highlight of the week
