Studypress News
আর্সেনিকের বড় ঝুঁকিতে বাংলাদেশ: হিউম্যান রাইটস ওয়াচ
06 Apr 2016
বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ এখনও আর্সেনিক দূষিত পানি পান করছে এমনটাই বলছে নিউ ইর্য়ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচের প্রকাশিত নতুন এক রিপোর্ট। তাদের এই রিপোর্ট বলছে আর্সেনিক দূষণের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে সামনে আসার দুই দশক পরেও এই সমস্যা সমাধানে মৌলিক পদক্ষেপগুলো নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
মানবাধিকার সংস্থাটির দাবি বাংলাদেশের গ্রামগুলোতে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ এখনও আর্সেনিকযুক্ত ভূগর্ভস্থ পানি পান করছে। তাদের দাবি প্রতিবছর বাংলাদেশে এই আর্সেনিকযুক্ত পানি পান করে মৃত্যু ঘটছে ৪৩ হাজার মানুষের। মাটির নিচে প্রাকৃতিকভাবেই এই আর্সেনিক তৈরি হয় এবং তা ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যেতে পারে। বাংলাদেশের যে গ্রামগুলোতে আর্সেনিকের প্রকোপ বেশি তার মধ্যে অন্যতম কুমিল্লার লাকসাম উপজেলার আউশপাড়া গ্রাম। হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশে অনেকের ধারনা তৈরি হয়েছে যে আর্সেনিক এখন আর মারাত্মক ঝুঁকি নয়। এই ধারনা আর্সেনিক পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যেতে পারে বলেই মনে করছে সংস্থাটি।
(সূত্র: বিবিসি)