Studypress News

ঢাকার মূদ্রণ শিল্প স্থানান্তর হচ্ছে মুন্সীগঞ্জে

06 Apr 2016

রাজধানীকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে এবং মুদ্রণ শিল্পকে একটি পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে মন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ২০১৫ সালের জুন হতে ২০১৮ সালের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন করা হবে। শিল্প নগরীতে ৩৮৫টি প্লট হবে, যেখানে ৩৮০টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট প্রতিষ্ঠিত হবে। এখানে ১৫ হাজার ২০০ লোকের কর্মসংস্থান হবে।”আজকের একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্প গুলো হলো- ২৩৮ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন’; ২৩৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্প; ৪৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খাদ্য ও বিকিরন জীব বিজ্ঞান সুবিধাদিও আধুনিকীকরণ’; ১৫২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘ডেসকো এলাকায় সুপারভাজরি কন্ট্রোল ও ডাটা অ্যাকুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন’; ৩৯৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ‘কালিয়াকৈর হাই-টেক পার্ক এর উন্নয়ন’ (তৃতীয় সংশোধন); ১৪০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ‘সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন’ এবং ৮৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ‘রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক উন্নয়ন ১ম পর্যায় নির্মাণ’।