Studypress News

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৫ এপ্রিল ২০১৬

05 Apr 2016

১। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত হবে?
ক) ১ হাজার ৪৬৬ ডলার খ) ১ হাজার ৩৬৬ ডলার গ) ১ হাজার ২৬৬ ডলার ঘ) ১ হাজার ৫৬৬ ডলার
২। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
ক) ১ হাজার ৪১৬ ডলার খ) ১ হাজার ৩১৬ ডলার গ) ১ হাজার ১১৬ ডলার ঘ) ১ হাজার ২১৬ ডলার
৩। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন কত হবে?ক) ৭.০৫ শতাংশ খ) ৭ শতাংশ গ) ৭.৫ শতাংশ ঘ) ৭.৪ শতাংশ
৪। গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত ছিল?
ক) ৬ দশমিক ২৫ শতাংশ খ) ৬ দশমিক ৩৫ শতাংশ গ) ৬ দশমিক ৪৫ শতাংশ ঘ) ৬ দশমিক ৫৫ শতাংশ
৫। চলতি অর্থবছরের মোট এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) কত?
ক) ৯২ হাজার ৮৯৪ কোটি টাকা খ) ৯১ হাজার ৮৯৪ কোটি টাকা গ) ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকাঘ) ৯৪ হাজার ৮৯৪ কোটি টাকা
৬। চলতি অর্থবছরে মূল এডিপির আকার কত?
ক) ৯১ হাজার কো‌টি টাকা খ) ৯২ হাজার কোটি টাকা গ) ৯৩ হাজার কোটি টাকা ঘ) ৯৪ হাজার কোটি টাকা

 

উ: ১। ১ হাজার ৪৬৬ ডলার ২। ১ হাজার ৩১৬ ডলার ৩। ৭.০৫ শতাংশ  ৪। ৬ দশমিক ৫৫ শতাংশ
৫। ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা ৬। ৯১ হাজার কোটি টাকা