Studypress News
চলতি অর্থবছরে মাথাপিছু আয় হবে: ১,৪৬৬ ডলার
05 Apr 2016
# চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ১,৪৬৬ ডলার।
# এই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হবে। মন্ত্রণালয়ের প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ বলা হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রাক্কলনে এ কথা বলা হয়। এতে বলা হয়েছে, এই অর্থবছরে প্রথমবারের মতো জিডিপি ৭ শতাংশ হচ্ছে।
এর আগের অর্থবছরে-
# বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১,৩১৬ ডলার।
# ওই অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬.৫১ শতাংশ।
* বিভিন্ন চাকরি, ভর্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুন studypress.org-এর (current news), প্রতিদিন ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরসমূহ একসাথে।
* পড়ুন এবং প্রাকটিস করুন (www.studypress.org) -এ
For BCS, Bank Job, Govt Job, NTRCA and IBA, MBA Admission."