Studypress News

সরকারি ব্যাংকে নিয়োগ দিবে Bankers Selection Committee(BSC)

05 Apr 2016

এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরা আর লোক নিয়োগ দিতে পারবে না।

# নিয়োগ হবে এখন একই নীতিমালা এবং একই পরীক্ষার মাধ্যমে।

# পুরো বিষয়টি দেখবে ব্যাংকারস সিলেকশন কমিটি (বিএসসি) নামক একটি কমিটি।

# এই কমিটি পরীক্ষা থেকে শুরু করে নিয়োগের পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে।

সচিবালয়ে ৩/০৪/২০১৬ তারিখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত ছিলেন।

রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে নিয়োগপ্রক্রিয়ার অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধের জন্যই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। ১৭ সদস্যের বিএসসির প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বছরের ২১ সেপ্টেম্বর ব্যাংকগুলোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের জন্য এ কমিটি গঠন করে।

 

* বিভিন্ন চাকরি, ভর্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুন studypress.org-এর (current_news), প্রতিদিন ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরসমূহ একসাথে।

* পড়ুন এবং প্রাকটিস করুন (www.studypress.org) -এ

For BCS, Bank Job, Govt Job, NTRCA and IBA, MBA Admission."