Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: ৪ এপ্রিল ২০১৬
04 Apr 2016
১। কোন দলকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে?
ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) নিউজিল্যান্ড
২। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে কোন দল?
ক) ইংল্যান্ড নারী দল খ) অস্ট্রেলিয়া নারী দল গ) ইংল্যান্ড নারী দল ঘ) ওয়েস্ট ইন্ডিজ নারী দল
৩। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন কে?
ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) মারলন স্যামুয়েলস ঘ) ক্রিস গেইল
৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন কে?
ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) ক্রিস গেইল ঘ) কার্লোস ব্রাফেট
৫। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে কার?
ক) মুস্তাফিজুর রহমানের খ) সাকিব আল হাসানের গ) তামিম ইকবালের ঘ) সাব্বির রহমানের
৬। ইমরে কার্তেজ কোন দেশের সাহিত্যিক?
ক) হাঙ্গেরি খ) ইতালি গ) নেদারল্যান্ডস ঘ) ব্রাজিল
৭। কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী-
ক) সৈয়দা আনোয়ারা তৈমুর খ) মেহবুবা মুফতি গ) শশীকলা কাকড়কার ঘ) কোনটিই নয়
৮। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে?
ক) ৪ এপ্রিল খ) ৫ এপ্রিল গ) ২ এপ্রিল ঘ) ১ এপ্রিল
৯) কত সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রথম পালিত হয়?
ক) ২০০৭ খ) ২০০৮ গ) ২০০৯ ঘ) ২০১০
১০। মোস্যাক ফনসেকা কোন দেশের আইনি প্রতিষ্ঠান?
ক) পানামা খ) আয়ারল্যান্ড গ) ইংল্যান্ড ঘ) আমেরিকা
উত্তর: ১। খ ২। ঘ ৩। ক ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। ক ৯। খ ১০। ক