Studypress News

নোবেলজয়ী সাহিত্যিক ইমরে কার্তেজের মৃত্যু

04 Apr 2016

চলে গেলেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরির লেখক ইমরে কার্তেজ (imre kertesz)। গত বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

নিজের সাহিত্যকর্মে নাৎসীদের গণহত্যার ‘সত্যচিত্র’ তুলে ধরায় তাকে ২০০২ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।১৯২৯ সালের ২৯ নভেম্বর বুদাপেস্টে জন্মগ্রহণ করেন ইহুদি মা-বাবার সন্তান কার্তেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনীর গণহত্যা থেকে বেঁচে যাওয়া কিশোর ছিলেন তিনি। দুটি বন্দি শিবিরে থেকেও প্রাণে বেঁচে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুক্তি পান তিনি। কারতেজের প্রকাশিত উপন্যাসগুলো হলো- ফিয়াসকো, কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড, ফেটলেস।