Studypress News

২ এপ্রিল: বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World Autism Awareness Day)

04 Apr 2016

গত ২ এপ্রিল নবমবারের মতো বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, অটিজম লক্ষ্য ২০৩০ স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান।

অটিজম কি?

অটিজমের (Autism) বাংলা অর্থ করলে দাঁড়ায় নিজের মধ্যে মগ্ন ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তি একা একা নিজের মনে, নিজের জগতে বিচরণ করে কারও সাথে কথা বলে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয় না।

অটিজম কোনো মানসিক রোগ নয় কিংবা মানসিক প্রতিবন্ধিতাও নয়। তবে এর ব্যাপকতা দিনদিন বেড়েই যাচ্ছে। একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সংক্ষেপে এএসডি হিসেবে নামাঙ্কিত করা হয়। 

অটিজমের সাধারণ লক্ষণ-

সামাজিকভাবে অন্যদের সঙ্গে সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তারা তাদের আচার-আচরণের পুনরাবৃদ্ধি করে এবং কোনোকিছুতে সহজে যথেষ্ট আগ্রহ দেখায় না ইত্যাদি। এগুলো সাধারণত শিশু বয়সের অর্থাৎ দুই থেকে তিন বছর বয়সীদের মধ্যে বেশি দেখা দিয়ে শুরু হয়ে থাকে।

# অটিজম কোন রোগ নয়।

# সাধারণভাবে শিশুর মনোবিকাশগত জটিলতা হিসেবে চিহ্নিত করা হয়।

# অটিজম হচ্ছে সমষ্টিগত, গুরুতর বিকাশজনিত সমস্যা

# শিশুর ১৮ মাস থেকে ৩ বছর বয়সের মধ্যে পরিলক্ষিত হয়।

# অটিজম কোন রোগ , বংশগত  বা মানসিক রোগ নয়, এটা স্নায়ুগত বা মানসিক  সমস্যা।

# সামাজিক বিকাশ ও সামাজিক যোগাযোগকে ব্যাহত করে

# এটা জীবনব্যাপী

#প্রতিরোধযোগ্য