Studypress News
টি-টোয়েন্ট বিশ্বকাপের সবথেকে বেশি রান তামিমের, সেরা বোলিং ফিগার মুস্তাফিজের
04 Apr 2016
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবালের। ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন তিনি। ৫ ম্যাচে ২৭৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের বিরাট কোহলি।
এবারের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটির মালিকও তামিম ইকবাল। ওমানের বিপক্ষে তামিমের অপরাজিত ১০৩ রানের ইনিংসটিই এবারের আসরের সর্বোচ্চ।
সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১২ উইকেট।
এবারের আসরের সেরা বোলিং ফিগার মুস্তাফিজুর রহমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।