Studypress News
রাষ্ট্রধর্ম আছে যেসব দেশে
01 Apr 2016

যেসব দেশে রাষ্ট্রধর্ম ইসলাম—
১) বাংলাদেশ, ২) জিবুতি, ৩) ইরাক, ৪) পাকিস্তান, ৫) ফিলিস্তিন, ৬) তিউনিসিয়া, ৭) আফগানিস্তান, ৮) আলজেরিয়া, ৯) ব্রুনাই, ১০) কোমোরোস বা ক্যামেরুন, ১১) জর্দান, ১২) লিবিয়া, ১৩) মালদ্বীপ, ১৪) মালয়েশিয়া, ১৫) মৌরিতানিয়া, ১৬) মরক্কো, ১৭) মিসর, ১৮) কাতার, ১৯) সৌদি আরব, ২০) সোমালিয়া, ২১) সংযুক্ত আরব আমিরাত, ২২) ইরান, ২৩) ওমান, ২৪) কুয়েত, ২৫) ইয়েমেন, ২৬) বাহরাইন, ২৭) আচেহ প্রদেশ (ইন্দোনেশিয়া), ২৮) রাশিয়ায় চারটি স্বীকৃত ধর্মের মধ্যে একটি হলো ইসলাম।
যেসব দেশে রাষ্ট্রধর্ম খ্রিস্টান—
১) কোস্টারিকা, ২) লিশটেনস্টাইন, ৩) মাল্টা, ৪) মোনাকো, ৫) ভ্যাটিকান, ৬) অ্যানডোরা, ৭) আর্জেন্টিনা, ৮) ডোমিনিকান রিপাবলিক, ৯) এলসালভাদর, ১০) পানামা, ১১) প্যারাগুয়ে, ১২) পেরু, ১৩) পোল্যান্ড, ১৪) স্পেন, ১৫) গ্রিস, ১৬) জর্জিয়া, ১৭) বুলগেরিয়া, ১৮) ইংল্যান্ড, ১৯) ডেনমার্ক, ২০) আইসল্যান্ড ২১) নরওয়ে, ২২) ফিনল্যান্ড, ২৩) সুইডেন, ২৪) টোঙ্গা, ২৫) টুভালু, ২৬) স্কটল্যান্ড, ২৭) ফ্রান্স, ২৮) হাঙ্গেরি।
যেসব দেশে রাষ্ট্রধর্ম বৌদ্ধ—
১) কম্বোডিয়া, ২) শ্রীলঙ্কা, ৩) থাইল্যান্ড, ৪) মিয়ানমার, ৫) ভুটান, ৬) তিব্বত, ৭) কালমিকিয়া (রুশ ফেডারেশনের একটি রাজ্য)।
Important News

Highlight of the week
