Studypress News

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

01 Apr 2016

ভারতকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩ রানের টার্গট ২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ক্যারিবিয়ানরা। রবিবারের ফাইনালে কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নামে ভারত। বিরাট কোহলির অপরাজিত ৮৯ রানে ২ উইকেটে ১৯২ রান করে তারা। ৪৩ রান করেন রোহিত শর্মা।

জবাব দিতে নেমে ৫ রানেই আউট হন ক্রিস গেইল। তবে, লেন্ডল সিমন্সের ৫১ বলে অপরাজিত ৮২ রান, আন্দ্রে রাসেলের অপরাজিত ৪৩ ও জনসন চার্লসের ৫২ রানে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হন লেন্ডল সিমন্স।