Studypress News
৩৭তম বিসিএসে আবেদন কার্যক্রম শুরু, প্রস্তুতি নিন স্টাডি প্রেসে
01 Apr 2016
শুরু হয়েছে ৩৭তম বিসিএসের আবেদন কার্যক্রম। গতকাল থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের জন্য ১ হাজার ২২৬টি শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের সম্মান ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
আবেদন করতে হবে অনলাইনে
৩১ মার্চ সকাল ১০টা থেকে ২ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। পিএসসির ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
প্রিলিমিনারি টেস্ট:
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট ২০১৬ সালের জুলাই মাসে হতে পারে। সঠিক তারিখ, সময় ও আসনব্যবস্থা যখাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রার্থীদের ২০০ নম্বরের একটি MCQ প্রিলিমিনারি টেস্ট-এ অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দুই ঘন্টা। মোট ২০০টি প্রশ্ন থাকবে। মোট ১০টি বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫ করে ৭০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রস্তুতি নিন স্টাডিপ্রেসে:
১। অধ্যায়ভিত্তিক কুইজ ও আলোচনা।
২। গণিত ও ইংরেজির সহজ নিয়ম ও সংক্ষিপ্ত টেকনিক।
৩। সাম্প্রতিক বিষয়াবলির নিয়মিত আপডেট।
৪। অসংখ্য মডেল টেস্ট।
৫। পারফরম্যান্স হিস্ট্রি ও মিসটেক লিস্ট।
৬। ভিডিও টিউটোরিয়াল।
# রেজিস্ট্রেশন করবেন কীভাবে?
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
- তারপর, (Register)-এ Click করুন।
- এবার, আপনার email ID*, Mobile number* এবং নিজের পছন্দের password* লিখুন।
- এবার , (সাইন আপ) -এ ক্লিক করুন।
# log in করে পরীক্ষা দিন--(studypress)-এ