Studypress News

দেশের সবচেয়ে বড় জলাধার খুলনার রূপসায়

31 Mar 2016

খুলনায় দেশের সবচেয়ে বড় জলাধার (রিজার্ভার) ও দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানি শোধনাগারের নির্মাণকাজ শুরু হয়েছে। ৫১ বিঘা জমিতে নির্ণীয়মান এ জলাধারে প্রায় ৭৭ কোটি ৭০ লাখ লিটার পানি মজুদ রাখা যাবে।

নগরীর রূপসায় সামন্তসেনা এলাকায় প্রায় ৬৫ একর জমিতে শোধনাগার এবং পরিশোধিত পানি রাখার জন্য রিজার্ভার নির্মাণ করা হচ্ছে। এই শোধনাগারে প্রতিদিন ১১ কোটি লিটার পানি শোধন এবং রিজার্ভারে ৭৭ কোটি ৭০ লাখ লিটার পানি মজুদ রাখা যাবে। প্রকল্পের আওতায় মধুমতি নদী থেকে পানি এনে শোধনের পর খুলনার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। ৪৮৫ কোটি ৬৪ লাখ টাকার এ প্রকল্পে অর্থায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা।আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় খুলনার এই রিজার্ভার। আর শোধনাগারটি হবে দেশের তৃতীয় সর্ববৃহৎ শোধনাগার। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে।