Studypress News
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন: শুরু হচ্ছে আগ্রহী সাত প্রার্থীর সাক্ষাৎকার পর্ব
31 Mar 2016
জাতিসংঘ সাধারণ পরিষদের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল আগ্রহী প্রার্থীরা সংস্থার ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মুখোমুখি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হবেন। এবারই প্রথম উন্মুক্ত সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছে মহাসচিব পদের প্রার্থীদের জন্য। এত দিন কেবল নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রার্থীদের সঙ্গে মুখোমুখি প্রশ্নোত্তরের সুযোগ পেতেন। মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা আনার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। তার আগেই সিদ্ধান্ত নিতে হবে—কে হবেন তাঁর উত্তরসূরি। ঐতিহ্য অনুসারে আঞ্চলিক আবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হয়ে থাকেন। সেক্ষেত্রে, পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে আসার কথা।
প্রার্থীদের মধ্যে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উদ্বাস্তু সংস্থার সাবেক হাইকমিশনার আন্তোনিন গুতেরেস ছাড়া বাকি সবাই পূর্ব ইউরোপের। সবচেয়ে মনোযোগ কেড়েছেন ইউনেসকোর বর্তমান মহাপরিচালক বুলগেরিয়ার ইরিনা বোকভা। অন্য প্রার্থীরা হলেন মন্টেনেগ্রোর সাবেক প্রধানমন্ত্রী ইগর লুকসিচ, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক, ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেসনা পুসিচ, মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নাতালিয়া ঘেরম্যান ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনের সাবেক সভাপতি মেসেডোনিয়ার স্রাগান কেরিম।সাতজন প্রার্থীর মধ্যে তিনজন নারী (বোকভা, পুসিচ ও ঘেরম্যান)।