Studypress News

ইউক্রেন ছেড়ে রাশিয়ার অন্তর্ভূক্ত হল ক্রিমিয়া

16 Mar 2015

২০১৫ সালে ১৬ মার্চ গণভোট এর পর ২১ই মার্চ ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ছেড়ে রাশিয়ার অন্তর্ভূক্ত হয়।

রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার একটি আইনে স্বাক্ষর করেন। ফলে ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়া ফেডারেশনের অংশে পরিণত হলো।
রুশ ফেডারেশনের সংবিধান সংশোধন সংক্রান্ত আইনে প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরের মধ্যদিয়ে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
এর আগে রুশ সংসদের উচ্চকক্ষে সর্বসম্মতভাবে ক্রিমিয়ার সঙ্গে স্বাক্ষরিত একীভূতকরণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং সংবিধান সংস্কারের বিলটি অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে ওই চুক্তি ও বিলটি অনুমোদন লাভ করে।
ভ্লাদিমির পুতিন সংবিধান সংশোধন সংক্রান্ত চুক্তিতে সই করার পর সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। গত রোববার ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ৯৭ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে রায় দিয়েছে বলে ক্রিমিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে। ওই গণভোটের পরই রাশিয়ায় ক্রিমিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন ও ক্রিমিয়ার নেতারা।