Studypress News

এবার বাংলাদেশের GDP হবে ৬.৭ শতাংশ: ADB

31 Mar 2016

চলতি ২০১৫-১৬ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে দাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি।

# যদিও এ অর্থবছরে সরকার ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

# অর্থনীতির গতি-প্রকৃতি ও হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এডিবি ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৬’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এ পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

# আন্তর্জাতিক দাতা সংস্থাটি তাদের পূর্বাভাসে আরও বলেছে, চলতি অর্থবছর শেষে রপ্তানিতে প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ।

# আর ২০১৬-১৭ অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়াবে ৯ শতাংশে।

এই সময়ের মধ্যে ইউরো অঞ্চল ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে, যা বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে বড় সহায়ক হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছর শেষে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। সেই হিসাবে চলতি অর্থবছর শেষে যদি ৮ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়, তাহলে তা হবে গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৪ শতাংশ বা দ্বিগুণেরও বেশি। রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের মজুরি, নিরাপত্তা ও শ্রমিক অধিকারের বিষয়ে উন্নতি হয়েছে। বড় বড় ক্রেতার চাহিদার ভিত্তিতে পোশাকশিল্প খাতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। এর ফলে ক্রেতাদের আত্মবিশ্বাসও বেড়েছে, যা রপ্তানি বাড়াতে সহায়তা করবে। এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী-আয় কমলেও বছর শেষে প্রবাসী-আয়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলেও মনে করছে এডিবি। আর আগামী অর্থবছর তা বেড়ে দাঁড়াবে ৭ শতাংশে।