Studypress News
ব্রিকসের (BRICS) অষ্টম শীর্ষ সম্মেলন হবে ভারতে
30 Mar 2016
বিশ্বের সবচেয়ে বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোর সম্মিলিত জোট ব্রিকসের (BRICS) অষ্টম বার্ষিক সম্মেলন আগামী ১৫-১৬ অক্টোবর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে।
ব্রিকসের ৭ম সম্মেলনটি অনুষ্ঠিত হয় রাশিয়ার উফা শহরে। বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে ভারত।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা— এই পাঁচটি দেশের ইংরেজি নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি ব্রিকস (BRICS) শব্দটি।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনকে নিয়ে ২০০৯ সালে গঠন করা হয় (BRIC)। ২০১০ সালে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে এটি ব্রিকস (BRICS) নামে পরিচিত। ব্রিকসের পাঁচটি রাষ্ট্রই জি-২০-এর সদস্য।
ব্রিকসভুক্ত দেশগুলোর জিডিপি বিশ্বের মোট জিডিপির ১৬ ট্রিলিয়ন ডলার এবং এ পাঁচটি দেশের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪২ ভাগ।