Studypress News
২১ মার্চ: বিশ্ব কবিতা দিবস (World Poetry Day)
30 Mar 2016
সারা বিশ্বের মতো গত ২১ মার্চ বাংলাদেশে পালিত হয় বিশ্ব কবিতা দিবস।
১৯৯৯ সালে ২১ মার্চ তারিখটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ ঘোষণা করে ইউনেস্কো। কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল— দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
পূর্বে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে আজও অক্টোবর মাসের কোনো দিন জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়। এই দিবসের বিকল্প হিসেবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো দিন কবিতা দিবস পালনেরও প্রথা বিদ্যমান।