Studypress News

২৪ মার্চ: বিশ্ব যক্ষ্মা দিবস (World Tuberculosis Day)

30 Mar 2016

২৪ মার্চ অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।

যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের তালিকা করা হয়েছে। এ তালিকায় ২২টি দেশকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে প্রতিবছর প্রায় এক লাখ ৫০ হাজার ব্যক্তি নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হন।

যক্ষ্মা খুব পুরোনো একটি রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া দ্বারা যক্ষ্মা হয়ে থাকে হয়ে থাকে। যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির কফ, হাঁচি, কাশির মাধ্যমে এর জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। এ জীবাণু শ্বাসের মাধ্যমে অন্য ব্যক্তির ফুসফুসে প্রবেশ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization (WHO) যে আটটি স্বাস্থ্য সংক্রান্ত প্রচার মূলক কাজ করে থাকে, তার অন্যতম হল বিশ্ব যক্ষ্মা দিবস। অন্যগুলো হল: বিশ্ব স্বাস্থ্য দিবস World Health Day (৭ এপ্রিল), বিশ্ব রক্তদাতা দিবস World Blood Donor Day (১৪ জুন), বিশ্ব রোগ প্রতিরোধ সপ্তাহ  World Immunization Week (২৪-৩০ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস World Malaria Day (২৫ এপ্রিল), বিশ্ব তামাক বিরোধী দিবস World No Tobacco Day (৩১ মে), বিশ্ব হেপাটাইটিস দিবস  World Hepatitis Day (২৮ জুলাই) এবং বিশ্ব এইডস দিবস World AIDS Day (১ ডিসেম্বর)।