Studypress News

২৩ মার্চ: বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day)

30 Mar 2016

গত ২৩ মার্চ পালিত হয়েছে বিশ্ব আবহাওয়া দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘অধিকতর উষ্ণ, শুষ্ক ও সিক্ত ভবিষ্যৎ মোকাবেলা করুন’।

১৯৫১ সাল থেকে সারাবিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO: World Meteorological Organisation)। এটি ১৯১ সদস্য রাষ্ট্র ও রাজ্যেগুলোর আন্তসরকারী প্রতিষ্ঠানের একটি সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থার স্মৃতিরক্ষার্থে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। পরিবেশের উন্নয়নসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতিসংঘ ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হন।