Studypress News
ডাচ ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আর নেই
24 Mar 2016
নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৪ মার্চ ২০১৬ তারিখে তিনি মারা যান।
এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী ক্রুইফের মৃত্যুর খবর নিশ্চিত করে তার নিজস্ব ওয়েবসাইট।
বিবৃতিতে বলা হয়, ‘ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ২৪ মার্চ ২০১৬ তারিখে পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত অবস্থায় বার্সেলোনার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলার ইয়োহান ক্রুইফ।’
ডাচ ক্লাব আয়াক্সের হয়ে খেলোয়াড় হিসেবে টানা তিনবার ইউরোপিয়ান কাপ জেতেন ক্রুইফ। ১৯৭৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালেও তুলেছিলেন।
কোচ হিসেবে স্পেনের বার্সেলোনাকে ১৯৯২ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জেতান ক্রুইফ। তার অধীনে স্পেনের এই শীর্ষস্থানীয় ক্লাবটি টানা চারবার লা লিগার শিরোপা জেতে।
সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় প্রথম দিকেই থাকবেন ক্রুইফ। তাকে বলা হয়, টোটাল ফুটবলের অন্যতম কারিগর।