Studypress News

৫০ বছর পর মিয়ানমারে বেসামরিক রাষ্ট্রপ্রধান

30 Mar 2016

শপথ নিয়েছেন মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট থিন কিউ। ৫০ বছরের বেশি সময় পর প্রথম বেসামরিক প্রেসিডেন্ট পেল মিয়ানমার। আজ আনুষ্ঠানিকভাবে সাধারণ নির্বাচনে জয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থিত প্রেসিডেন্ট থিন কিউয়ের হাতে  ক্ষমতা হস্তান্তর করা হয়। দলের নেত্রী অং সান সু চি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি। সুচি জানিয়েছেন, তিনিই অন্তরালে দেশের শাসনভার পরিচালনা করবেন। নতুন মন্ত্রিসভায় বেশিরভাগ সদস্যই এনএলডি দলের। সু চি নিজেও এই তালিকায় রয়েছেন। পররাষ্ট্র, প্রেসিডেন্ট অফিস, শিক্ষা, জ্বালানী এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্ব সু চির হাতেই থাকছে।

(ছবি: বিবিসি)