Studypress News
বেলারুশের সাংবাদিকের সাহিত্যে নোবেল জয়
09 Oct 2015

২০১৫ সালের নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন বেলারুশের লেখক ও সাংবাদিক সুয়েতলানা আলেক্সিয়েভিচ। তার পুরো নাম সুয়েতলানা আলেক্সান্দ্রোভানা আলেক্সিয়েভিচ। ১৪তম নারী সাহিত্যিক হিসেবে নোবেল বিজয়ী আলেক্সিয়েভিচ বেলারুশের সাহিত্যাঙ্গনে জনপ্রিয় নাম।সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করার কারণ হিসেবে সুইডিশ একাডেমির মূল্যায়নে আলেক্সিয়েভিচের লেখাকে 'সমকালীন মানবযাতনা ও সাহসিকতার সৌধ' হিসেবে উল্লেখ করা হয়।
Important News

Highlight of the week
