Studypress News
ইউনিসেফ উদ্বাস্তু ও অভিবাসী শিশুদের উপর অ্যানিমেটেড ফিল্ম সিরিজঃ ‘Unfairy Tales’
29 Mar 2016
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) 29 মার্চ 2016 চালু করে ‘Unfairy Tales’ সিরিজটি।
এই সিরিজ বিশ্বব্যাপী সরানো দশ মিলিয়ন শিশু এবং অল্পবয়সী ছেলেমেয়েদের প্রতি ইতিবাচক অনুভূতি সাহায্য করতে চায়।
একটি অনুমান অনুযায়ী, অন্তত ৬৫ লাখ শিশু এবং অল্পবয়সী ছেলেমেয়েদের বিশ্বব্যাপী দ্বন্দ্ব, দারিদ্র্য এবং চরম আবহাওয়া থেকে একটি স্থিতিশীল জীবন খুঁজে পেতে সরানো হয়।