Studypress News
জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হবে, প্রস্তুতি নিন স্টাডি প্রেসে
30 Mar 2016
এক্সিকিউটিভ অফিসার পদে ৮৩৪ জন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে ৪৬৪ জন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (টেলার) পদে ৫৩৬ জন ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (পল্লী ঋণ) পদে ৩৯৫ জন নিয়োগ দেবে জনতা ব্যাংক।
নিয়োগ পরীক্ষা:
জনতা ব্যাংকের বিগত নিয়োগ পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ বা বহু নির্বাচনী ও ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হতো। বহু নির্বাচনী পরীক্ষার সময় এক ঘণ্টা।
প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত থেকে প্রশ্ন করা হয়। সময় দুই ঘণ্টা।
বাংলা:
বহু নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে।
ব্যাকরণ অংশে বাগধারা, এককথায় প্রকাশ, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, সন্ধিবিচ্ছেদ, সমাস, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন করা হয়।
সাহিত্য থেকে কবি-সাহিত্যিকদের জীবনী বা বিভিন্ন কবিতার পঙক্তি আসতে পারে।
লিখিত পরীক্ষায় থাকবে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর অনুচ্ছেদ লিখন ও বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
অনুচ্ছেদ লিখনের বিষয় হতে পারে সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যাংকিং বা অর্থনীতি। নির্দিষ্ট পরিমাণ জায়গা দেওয়া থাকে, এর মধ্যেই অনুচ্ছেদ লিখতে হবে।
ইংরেজি:
এমসিকিউ অংশে Fill in the blanks, Synonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে।একই বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে।
লিখিত পরীক্ষায় আসতে পারে ফোকাস রাইটিং ও অনুবাদ। ফোকাস রাইটিংয়ের জন্য জায়গা নির্ধারিত থাকে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে লিখতে হবে।
গণিত:
মাধ্যমিক পর্যায়ের গণিত বই আয়ত্তে থাকতে হবে। এমসিকিউ অংশে সহজে উত্তর করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করে নিয়মিত চর্চা করতে হবে। লিখিত অংশে যে তিনটি প্রশ্ন আসে, তা ঠিকভাবে সমাধান করতে পারলে পুরো নম্বর পাওয়া সম্ভব।
লিখিত অংশের গাণিতিক সমস্যা সমাধানের জন্য পুরো অঙ্ক ধাপে ধাপে করতে হবে।
সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি:
সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়াবলি থেকে বেশি প্রশ্ন করা হয়।
তথ্যপ্রযুক্তির জন্য কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে।
##### কেন স্টাডিপ্রেসে প্রস্তুতি নেবেন?
১। অধ্যায়ভিত্তিক কুইজ ও আলোচনা।
২। গণিত ও ইংরেজির সহজ নিয়ম ও সংক্ষিপ্ত টেকনিক।
৩। সাম্প্রতিক বিষয়াবলির নিয়মিত আপডেট।
৪। অসংখ্য মডেল টেস্ট।
৫। পারফরম্যান্স হিস্ট্রি ও মিসটেক লিস্ট।
৬। ভিডিও টিউটোরিয়াল।
****************************************************যারা studypress-এ রেজিস্ট্রেশন করতে পারছেন না বা যাদের পূর্বেই রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আপনার Password ভুলে গেছেন বা Log in করতে পারছেন না, তারাও আপনার email ID ও Mobile number আমাদেরকে send করুন।
=> studypress-এ (Log in) করার পর কোন কিছু বুঝতে অসুবিধা হলে-
- studypress-এর Facebook page-এ (inbox) করুন। বা,
- studypress-এর on-line (chat)-এর মাধ্যমটি ব্যবহার করুন। অথবা,
- আমাদের সাথে কথা বলুন এই নম্বরে- 01917777021
NB: যারা studypress সাইটটি মোবাইলে (android phone -এ) ব্যবহার করবেন, তারা আপনার মোবাইলের Default Browser -এ ব্যবহার করুন। অথবা, google chrome, mozilla বা Opera -তেও ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোন Browser ব্যবহার করলে সমস্যা হতে পারে।
Best Regards,
Studypress.org Team