Studypress News
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (পল্লী ঋণ) পদে ৩৯৫ জন নেবে জনতা ব্যাংক
30 Mar 2016
জনতা ব্যাংকে ৩৯৫টি “Assistant Executive Officer- Rural Credit (AEO-RC)” পদে লোকবল নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতিতর উদ্দেশ্যে আগামী ১০ই এপ্রিল থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক বা সমমানের ডিগ্রী। একাডেমিক কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০/০৪/২০১৬ থেকে ০১/০৫/২০১৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.erequitment.bd.org.bd -এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।